বাংলাদেশ
ঝিনাইদহে খুলনা বিভাগের ৩৭টি পৌরসভার বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ সরকারী কোষাগার থেকে বেতন-ভাতার দাবীতে ঝিনাইদহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঝিনাইদহ ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন। সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক ঝিনাইদহ পৌরসভার সচিব আজমল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্ল্যা। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহা-সচিব সাইদুল ইসলাম মধু, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শামছুল আলম, সহ-সভাপতি রঞ্জন কান্তি গুহ, ঝিনাইদহ পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি ও পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আব্দুল হান্নান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভার সহকারী প্রকৌশলী কামাল উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী রাশেদ আলী খাঁন, রুহুল আমিন, বস্তি উন্নয়ন কর্মকর্তা বদর উদ্দীন আহমেদ, পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শংকর নন্দী, সহ-সভাপতি ইদ্রিস আলী, সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, শরাফত হোসেন, অনজলী রায়, ইয়াসমিন আরা ঝর্ণা, নাজিরুল ইসলাম সহ খুলনা বিভাগের ৩৭টি পৌর সভার প্রায় ২ হাজার কর্মকর্তা, কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, খুলনা বিভাগসহ বাংলাদেশের অনেক পৌরসভায় মাসের পর মাস বেতন-ভাতা পাচ্ছেন না কর্মচারী-কর্মকর্তারা। দ্রæত বকেয়া বেতন পরিশোধ ও সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার জোর দাবী জানান তারা।