রাজনীতিসর্বশেষ নিউজ

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে এ মাসেই

politicsবিশেষ প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: এ মাসেই ঘোষণা হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি। সংগঠনটির কয়েকটি বিশ্বস্তসূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিসহ ঘোষণা হতে পারে ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিও ।
সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসাইন ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও  সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার চার মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি দিতে যাচ্ছেন।
জানা গেছে, এবার ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরণে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। গঠনতন্ত্রে সভাপতি ১ জন, সহ-সভাপতি ৪১ জন,  সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১০ জন,  সাংগঠনিক সম্পাদক ১০ জনসহ মোট ২৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের কথা বলা আছে।
উল্লেখ করা যেতে পারে, পূর্বের কেন্দ্রীয় কমিটি বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম সভাপতি ও  সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার চার মাস শেষে ২২০ সদস্যের কমিটি ঘোষণা করেছিলেন।
এদিকে, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে সামনে রেখে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দৌড়ঝাঁপে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককি ঘিরে ঢাবি’র মধুর ক্যান্টিন, টিএসসি, বঙ্গবন্ধু এভিনিউসহ তাদের বাসায় নেতাকর্মীদের ভিড় লেগেই থাকে। এমনকি সভাপতি ও সাধারণ সম্পাদকের বিভিন্ন সফরেও লক্ষ্য করা গেছে পদপ্রত্যাশীদের বিপুল অংশগ্রহণ।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিগত কেন্দ্রীয় কমিটির  সদস্যদের মধ্য থেকে বয়সের শর্তপূরন সাপেক্ষে নতুন কমিটিতেও থাকতে পারেন অনেকে। আর কমিটি গঠনে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে মাঠপর্যায়ে যেসব নেতাকর্মী দলীয় কর্মকাণ্ডে বেশি সক্রিয় ছিলেন তাদেরকে।

কমিটি ঘোষণার বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সাংবাদিকদের বলেন, “এ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে।  সে অনুযায়ী কমিটি গঠনের কাজ চলছে।”

Related Articles

Check Also

Close
Close