ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

রাবিতে ইউনিস্যাবের কর্মশালা অনুষ্ঠিত

workshopরাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, কর্পোরেট ইড প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং ও কমিউনিকেশন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ইউনিস্যাব রাজশাহী উইং এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভ‚গোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলন কক্ষে ‘ড্রিম অরেঞ্জ’ নামে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল সাড়ে চারটায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ইউনিস্যাব রাজশাহী ডিভিশনাল উইং এর রিজিওনাল ডিরেক্টর এজাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাবির আইন বিভাগের সভাপতি আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদ প্রদানের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রজেক্ট হাউ এবং অনলাইন শিক্ষামূলক ওয়েবসাইট টেন মিনিট স্কুল এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে সহযোগিতা করে।

উল্লেখ্য, কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

Related Articles

Close