জাতীয়পরিবেশবাংলাদেশসর্বশেষ নিউজ
ভারী বর্ষনের কারনে নাগরপুরে দুয়াজানী সেতুর এ্যাপ্রোচে ধ্বস : যান চলাচল বন্ধ
মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি: ভারী ও টানা বর্ষনের ফলে টাঙ্গাইলের নাগরপুরে দুয়াজানী সেতুর এ্যাপ্রোচ ধ্বসে পড়েছে। সোমবার সন্ধ্যায় দিনব্যাপি ভারী বর্ষনে উপজেলা সদর বাজারের প্রবেশ মুখে দুয়াজানী সেতুর দুই পাশের এ্যাপ্রোচ ধ্বসে পড়ে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা শাহীন, সহকারী কমিশনার ( ভূমি) পূলক কান্তি চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এটিএম রবিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এছাড়া দূর্ঘটনা এড়াতে সব ধরনের যানবাহন চলচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ । এতে যাত্রী সাধারন সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছেন। জানা যায়, উপজেলার ব্যস্ততম নাগরপুর-চৌহালী সড়ক। এ সড়কটিতে প্রতিদিন বাস ট্রাক ট্রলিসহ ছোট বড় যানবাহন ও হাজার হাজার যাত্রী সাধারন যাতায়াত করে। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় উপজেলা সদরসহ রাজধানী ঢাকাগামী যাত্রী ও পথচারিদের ভোগান্তি চরমে পৌছেছে।এছাড়া ব্যবসায়ীদের পন্য পরিবহনের দেখা দিয়েছে অবর্ণনীয় দূর্ভোগ।
স্থানীয় ইউপি সদস্য মো. নূরুল ইসলাম নূরু জানান, দ্রুত সময়ের মধ্যে জরুরী ব্যবস্থা গ্রহন করা না হলে যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এটিএম রবিউল আলম জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরী ভাবে মেরামত কাজের উদ্যোগ নেয়া হচ্ছে।