ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

‘সিনিয়রদের অনুপস্থিতি নতুনদের কাজে লাগাতে হবে’

জেড.আই জহির: স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন বাংলাদেশে। দ্বিপাক্ষিক তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আগামীকাল (রবিবার) বাংলাদেশ সময় দুপুর দুইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

এই সিরিজে ইনজুরির কারণে খেলতে পারবে’না টাইগার ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে তামিম-সাকিবদের মতো সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও এই সিরিজে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ শনিবার মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন টাইগার দলপতি।

মাশরাফি বলেন, ‘কিছু সিনিয়র খেলোয়াড় আছে যেমন তামিম-সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহ, তাদের অনুপস্থিতি অন্যদের জন্য ভালো সুযোগ। এই সিরিজে তামিম-সাকিব নেই, নতুন যারা এসেছে তারা পারফর্ম করেই ১৫ সদস্যের দলে ঢুকেছে। সেখান থেকে সেরা ১১ বের করতে হবে। নতুনদের জন্য এই সিরিজ নিজেদের প্রমাণ করার, সুযোগকে তাদের কাজে লাগাতে হবে।’

Tags

Related Articles

Close