নিউজরুমবিডি.কম: টেস্ট ম্যাচে পর পর দুই ইনিংসেই সেঞ্চুরি করার দারুণ কীর্তি গড়লেন টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন ৮৭ জন ক্রিকেটার। তাদের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি।
সফরকারী শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রান করা মুমিনুল ম্যাচের শেষ দিনেও তুলে নিয়েছেন দারুণ এক শতক, করেন ১০৫ রান। আর এর মধ্য দিয়েই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি।
নতুন এই কীর্তি গড়ার আগে চট্টগ্রাম টেস্টে অবশ্য আরেকটি বাংলাদেশি রেকর্ড নিজের করে নেন মুমিনুল। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি তামিমের কাছ থেকে নিজের করে নেন তিনি।
এছাড়া এই ম্যাচেই টেস্ট ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলকও অতিক্রম করেন মুমিনুল। সব মিলিয়ে চট্টগ্রাম টেস্ট দারুণ এক পয়মন্ত ম্যাচ হয়েই ধরা দিয়েছে মুমিনুল হকের কাছে।
চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে ২৫ টেস্টের ক্যারিয়ারে ৪৩.৮০ গড়ে মুমিনুলের রান ছিল ১ হাজার ৮৪০, যেখানে শতক ৪টি ও অর্ধশতকের ইনিংস ছিল ১২টি।