ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
রাবিতে সিফাত হত্যার শাস্তির দাবিতে সাংবাদিকতা বিভাগের মানববন্ধন ও প্রতিবাদসভা
শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার সুষ্ঠ তদন্ত করে বিচারের মাধ্যমে আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বিভাগের শিক্ষক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিভাগের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের সভাপতি ড.প্রদীপ কুমার পাণ্ডে, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান,অধ্যাপক দিল আফরোজা খাতুন,ড.মো.মোজাম্মেল হোসেন বকুল,মাহবুব রহমান,প্রভাষক আ.কাইয়ুম।এছাড়া আরও বক্তব্য দেন বিভাগের মাস্টার্স ও অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন,সিফাতের শ্বশুর বড় আইনজীবী হওয়ায় তারা মামলাটি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে। যাতে সিফাতের মতো আর কাউকে শ্বশুর বাড়ির অত্যাচারে প্রাণ না দিতে হয়,সেজন্য মামলার অন্য আসামিদের আবিলম্ভের গ্রেফতারের দাবি জানান বক্তারা।
গত ২৯ মার্চ সন্ধ্যায় শ্বশুর বাড়িতে রহস্যজনকভাবে মৃতু্য হয় গৃহবধু ওয়াহিদা সিফাতের। এ ঘটনায় সিফাতের স্বামী ওরফে পিসলিকে প্রধান আসামি করে সিফাতের চাচা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।