বাংলাদেশসর্বশেষ নিউজ
খানসামায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
শেখ সাইদুল আলম সাজু, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে সদর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
পরে আদিবাসী সুবান মুর্মুর সভাপত্বি উপজেলা কমপ্লেক্স হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: সোলেমান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সুইজারল্যান্ডের হেকস ইপার’র সহযোগিতায় এবং ঠাকুরগাঁও’র সার্প–রাইটস প্রকল্পের বাস্তবায়নে দিবসটি পালিত হয়। জাতিসংঘ কর্তৃক আদিবাসীদের অধিকার ঘোষণার ১০ বছর পূর্তি ও আদিবাসীদের জীবনধারা সম্পর্কিত নানা বিষয় নিয়ে সভায় বিশদ আলোচনা করা হয়। শেষে আদিবাসীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় হেকস’র প্রোগ্রাম কো–অর্ডিনেটর মোজাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সেলিনা আক্তার কেয়া, সার্পের এডি অফিসার নাজমা বেগম এবং এমডিও মোসলেম উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।