জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলের ভূঞাপুরের চাঞ্চলক্যর রাজন হত্যা মামলায় ১২জন আসামীর মৃত্যুদন্ড
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের চাঞ্চল্যকর রাজন (২৪) হত্যা মামলার রায়ে ১২জন আসামীকে মৃত্যুদন্ড দিয়েছেন টাঙ্গাইলের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান সিকদার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের ছাইফুল, মোমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব, আব্দুল মজিদ, মজনু, নুরুল ইসলাম ও মজিদ। এদের মধ্যে ৪ জন আসামী পলাতক রয়েছেন। এরা হলেন, আব্দুল মজিদ, মজনু, নুরুল ইসলাম ও মজিদ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুলতান উদ্দিন জানান, ২০১৪ সালের ১৩ এপ্রিল সকাল ৭টার দিকে দন্ডিত আসামীরা ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের লাল মিয়ার বাড়ির ঘরের বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লাল মিয়ার পুত্র কলেজ ছাত্র রাজন (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহত রাজনের পিতা লাল মিয়া বাদী হয়ে পরের দিন ১৯জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২জন আসীমর বিরুদ্ধে আদালেতে অভিযোগপত্র দায়ের করে। এবং ৭জন আসামীকে অব্যাহতি প্রদান করেন। দীর্ঘ শুনানী শেষে ১২জন আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন টাঙ্গাইলের স্পেশাল পিপি এডভোকেট মুলতান উদ্দিন। আসামী পক্ষে শামীমুল আখতার।