বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে সেপটিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল): সখীপুরে সেপটিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে আবদুর রহিম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই শিশুর বাবা আবদুল আলীম সখীপুর পৌরসভার কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকে। গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জের পাগলাপাড়া গ্রামে।

শিশুর বাবা আবদুল আলীম জানান, রোববার থেকে হঠাৎ রহিমের শরীরে ব্যাপক জ¦র উঠে ও পাতলা পায়খানা শুরু করে। সোমবার সকালে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার চিকিৎসা দেওয়া শুরু করলে সে মারা যায়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুল হোসাইন বলেন, শিশুটিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার প্রস্তুতিকালে সে মারা যায়। হঠাৎ অতিরিক্ত জ্বর ও ঘন ঘন পাতলা পায়খানা সেপটিসেমিয়া রোগের লক্ষণ। প্রাথমিক ধারণা, সেপটিসেমিয়া রোগের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

Related Articles

Close