বাংলাদেশসর্বশেষ নিউজ
কলেজ শিক্ষকদের শিক্ষা ক্যাডার বহির্ভূত রাখার দাবিতে টাঙ্গাইলে মতবিনিময় সভা
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: বেসরকারী কলেজ জাতীয়করণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নীতিমালার আলোকে সংশ্লিষ্ট কলেজ শিক্ষকদের শিক্ষা ক্যাডার বহির্ভূত রাখার দাবিতে টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি টাঙ্গাইল জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক আজাদ খান। এ সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ হিমাংশু কুমার আচার্য্য ও উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সরকারি সাদত কলেজ ইউনিটের সম্পাদক আফজল হোসেন প্রমুখ।