বাংলাদেশসর্বশেষ নিউজ
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত কতৃক ৫ জুয়াড়ির কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের আরাপপুর বটতলা এলাকায় পাঁচ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জুলাই) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহম্মেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- আরাপপুর এলাকার নজির মিয়ার ছেলে রেজাউল করিম নটো, আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলার দোবিলা গ্রামের আব্দুল বারিকের ছেলে সাবজাল হোসেন, বাড়িবাথান গ্রামের ফজলুর রহমানের ছেলে রেজাউল করিম ও পবহাটি গ্রামের মহসিন মুন্সির ছেলে ইসরাইল হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহম্মেদ সাংবাদিককে জানান, বিকেলে শহরের আরাপপুর বটতলা এলাকার নটোর বাড়িতে ঝিনাইদহ র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালায়।
এ সময় নগদ ৮১ হাজার ৫৯৭ টাকা ও ১৪ জোড়া তাসসহ তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।