বাংলাদেশসর্বশেষ নিউজ
লাশের উপর দাঁড়িয়ে আমার পক্ষে ফুল নেওয়া সম্ভব নয়”- ওবায়দুল কাদের
নিউজরুমবিডি.কম: মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জে মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দেওয়া ফুল ফিরিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মূলিবাড়িতে তিনি উপস্থিত হলে ঐ আসনের এমপি’র পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হেলাল উদ্দিন ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ফুল নিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গেলে ওবায়দুল কাদের বলেন, “এমপির সঙ্গে মোবাইলে আমার কথা হয়েছে। এই মুহূর্তে লাশের উপর দাঁড়িয়ে আমার পক্ষে ফুল নেওয়া সম্ভব নয়।”
ঈদের ছুটিতে ওই এলাকায় দুর্ঘটনায় ৩০ জন নিহত হন।
সোমবার রাতে মূলিবাড়ি এলাকায় বাসের ধাক্কায় একটি অটোরিকশার পাঁচ আরোহী নিহত হন। ঈদের পরদিন রোববার একই এলাকায় দুটি বাসের সংঘর্ষে ১৭ জন এবং তার আগে ১৬ জুলাই বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী তিনজন মারা যান।
ঈদের আগের দিন ১৭ জুলাই এই মহাসড়কের বানিয়াগাঁতি এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৫ জন নিহত হন।
এ সময় দুর্ঘটনা এড়াতে মহাসড়কে অটো রিকশা, ভটভটি, নসিমন-করিমন, ইজিবাইক চলাচল বন্ধের ব্যবস্থা নিতে এবং মহাসড়কের পাশে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের ছবি সম্বলিত বিলবোর্ড অপসারণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “বিলবোর্ডে লাগানো সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজরা দলের যেমন ক্ষতি করেছে। তেমনি মহাসড়কে চলাচল করা যানবাহনের চালকদের দৃষ্টি আড়াল হওয়ায় ঘটছে দুর্ঘটনা।”