অর্থনীতিবাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

পদত্যাগের পর ড. আতিউর রহমানের সংবাদ সম্মেলন (ভিডিওসহ)

atiur rahmanনিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে পদত্যাগ করার পর রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করেছেন ড. আতিউর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নৈতিক দায় থেকেই আমি পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস করে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দিয়েছিলেন। তার হাতে আমি পদত্যাগপত্র দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ।’

আতিউর রহমান বলেন, আমি আমার সন্তানের মতো বাংলাদেশ ব্যাংককে এগিয়ে নিয়েছি। তিলে তিলে ২৮ বিলিয়ন ডলার রিজার্ভ অর্জন করেছি। সেখানে আমার অবহেলায় তা নষ্ট হবে সেটি বিশ্বাস করতেও কষ্ট হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তিলে তিলে গড়ে তুলেছেন। তার গাইডেন্স নিয়ে আমি ব্যাংক চালিয়েছি। বাংলাদেশ ব্যাংক কোথা থেকে কোথায় এসেছে তা আপনারা সবাই জানেন। প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিলো না।

আতিউর রহমান বলেন, ‘আমি গভর্নর হওয়ার বহু আগে থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। আজ আমি পদত্যাগ করে উত্তরসূরীদের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পেরে অনেক তৃপ্তি অনুভব করছি। আপনারা হয়ত শুনে অবাক হবেন- আমার পদত্যাগপত্র হাতে নেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগপত্র হাতে নিয়ে আমাকে বলেছেন, দেখুন আমাদের দেশে তো এখনও এমন সংস্কৃতি গড়ে ওঠেনি যে কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেন। আপনি আমাদের জন্য সে উদাহরণও রেখে গেলেন।’

গভর্নরের দায়িত্ব ছাড়ার পর এখন তিনি কোন পেশায় যাচ্ছেন, সেটাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘কেউ আমাকে যখন জিজ্ঞেস করেন, আপনার কোন পরিচয় সবচেয়ে বড় মনে করেন। আমি নির্দ্বিধায় বলি শিক্ষকতা। আবার সেই সুযোগ এসেছে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আমার অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে।’

https://www.youtube.com/watch?v=9oNRNrgFaww&feature=youtu.be&t=19

Tags

Related Articles

Close