সর্বশেষ নিউজ
পেরুকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে চিলি
নিউজরুমবিডি.কম: মঙ্গলবার ভোরে সান্তিগায়ো ডি চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ৪৪তম আসরের সেমিফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে পা রেখেছে টুর্নামেন্টের আয়োজক দেশ চিলি।
২৮ বছর পর লাতিন আমেরিকার বিশ্বকাপ নামে পরিচিত কোপার ফাইনালে উঠল চিলি। এর আগে সবশেষ ১৯৮৭ সালে ফাইনাল খেলেছিল তারা। সেমিফাইনালে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ৪ জুলাই শিরোপার যুদ্ধে নামবে আলেক্সিস সানচেজ, ক্লাদিও ব্রাভোরা।
ম্যাচের ২০ মিনিটেই ধাক্কা খায় পেরু। কার্লোস জামব্রানো বলের দখল নিতে গিয়ে চিলির ফুটবলার আরানগুয়েজকে পেছন থেকে আঘাত করেন। এর আগে সপ্তম মিনিটে ফাউল হলুদ কার্ড দেখেছিলেন তিনি। এবার তাকে লাল কার্ড দেখান রেফারি। অর্থাৎ ১০ জনের দলে পরিণত হয় পেরু।
৪২ মিনিটে স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে দেন এডু ভারগাস। প্রথমে সানচেজের শট পোস্টে লেগে ফিরে এলে পরে তা জালে জড়িয়ে দেন নাপোলির এই ফরোয়ার্ড।
বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে অবশ্য চিলির ভুলে সমতায় ফেরে পেরু। আত্মঘাতী গোল করে বসেন চিলির গ্যারে মেডেল। গোলবারের ডানদিক থেকে ছুটে এসে শট নিতে চেয়েছিলেন পেরুর ক্যারিলো। মেডেল ক্যারিলোর সামনে ছুটে এসে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন।
তবে চার মিনিট পরেই নিজের জোড়া গোলে স্বাগতিকদের ২-১ গোলে এগিয়ে দেন ভারগাস। ২-১ গোলের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চিলি।