বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
এখনও দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র চলছে: মোহাম্মদ নাসিম
মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে ।। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, যারা দেশের স্বাধীনতা চায় নাই, শেখ হাসিনা বেঁচে থাক এটি চায় নাই তারাই এখনও দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৭১ এর ঘাতক যুদ্ধাপরাধী, জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা হত্যার বিচার হয়েছে। বিদ্যুৎ সংকট দুর হয়েছে উন্নয়ন ও স্বাস্থ্য সেবায় এগিয়ে যাচ্ছে দেশ।
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
শনিবার দুপুরে টাঙ্গাইল স্থানীয় ভাসানী হল মিলনায়তনে আয়োজিত ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাড.মোলা মোঃ আবু কাওছার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল সদর-৫ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি, অনুপম শাহাজাহান জয় এমপি।
টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামসুজামান পাশার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সা’দত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হাসান ইমাম খান সোহেল হাজারী, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জিয়াউল হক জুয়েল, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মির্জা আনোয়ার হোসেন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০০৮ সালে ২৯ জুলাই টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি গঠণ করা হয়েছিল।