uncategorized
মুস্তাফিজুরের বিশ্বরেকর্ডে সিরিজ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: ক্রিকেটের বিস্ময় বালক ১৯ বছরের তরুণ মুস্তাফিজুর রহমান। সদ্যই অভিষেক হওয়া এ টাইগারের গর্জনে তছনছ হয়ে গেল ভারতীয় ব্যাটিং লাইনআপ। বৃষ্টিবৃঘ্নিত এ ম্যাচে ভারতের দেওয়া ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়েই সহজ জয় ছিনিয়ে নেয় মাশরাফিবাহিনী।
নিজের দ্বিতীয় ওয়ানডেতেই করে ফেললেন বিশ্বরেকর্ড। এর আগের ম্যাচেই ৫ উইকেট নিয়ে নিজের জাত চেনান সাতক্ষীরার এ তরুণ। ক্রিকেট ইতিহাসে প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ডে নিজের নাম লেখালেন মুস্তাফিজুর।
ম্যাচ শেষে ১৯ বছর বয়সি এই তরুণের ভাষ্য, ‘অনুশীলনের সময় হিথ স্ট্রিক বলেছিল, যেভাবে আমি বোলিং করছি ওটা মনে হয় ওরা (ভারতীয় ব্যাটসম্যানরা) বুঝে ফেলবে। ওটা নিয়ে কাজ করে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে! তাই আমি আমার আরেকটা অ্যাকশন এই ম্যাচে কাজে লাগাই। কাটারটা দুইভাবে মারতে পারি। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচে কাটারটা আজকে (গতকাল) হয়নি। পরিবর্তন ছিল।`
মুস্তাফিজ প্রথম ম্যাচ শেষে জানিয়েছিল জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়ের পরামর্শে বোলিংয়ে কাটার ব্যবহার করতে শুরু করেন মুস্তাফিজ। কিন্তু বিশেষ এই কাটারের রহস্য সম্পর্কে কিছুই বলতে পারলেন না তিনি। চুপচাপ মুস্তাফিজের উত্তর, ‘আমি নিয়মিত অনুশীলন করেছি তাতেই হয়েছে। আসলেও অনুশীলন করতে করতে হয়ে গেছে। অনুশীলন করা বাদে তো আর কিছু করি না।’
মুস্তাফিজের কাটারের প্রশংসা করেছেন ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও। ১৯ বছর বয়সি এই তরুণকে নিয়ে ধোনির ভাষ্য, ‘সে (মুস্তাফিজ) একজন ভালো বোলার। সে কন্ডিশনের পূর্ণ ব্যবহার করেছে। তার বোলিংয়ের দক্ষতা বেশ ভালো। তার কাটার ও স্বাভাবিক বলের কোনো পরিবর্তন নেই। আমি অন্যান্য বোলারদের কাটারও খেলেছি কিন্তু তারটা ভিন্ন। অন্য বোলারের কাটার উইকেট রক্ষক পর্যন্ত যাওয়ার আগে ড্রপ করে। কিন্তু তারটা উইকেটরক্ষক সহজেই তালুবন্দি করতে পারে। পুরোটা ভিন্ন। তারটা বুঝতে পারা সত্যিই কঠিন।’