ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

যুব বিশ্বকাপে ইতিহাস গড়ার প্রত্যয় মিরাজের

mirazক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আগামীকাল বুধবার চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নিজেদের মাঠে বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছে টাইগার যুবারা।

উদ্বোধনী ম্যাচে আগামীকাল টাইগার যুবারা মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা দলের। বর্তমান সময়ে জয়ের ধারায় থাকা বাংলাদেশের যুবারা ফুরফুরে মেজাজেই আছেন। তাই বর্তমান চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকাকে নিয়েও বিচলিত নয় তারা। এমনকি শুধু দক্ষিণ আফ্রিকানদের বিপক্ষে জয়ের চিন্তাই শুধু করছেন না; ভাবছেন আরো বহুদূর।

টাইগার যুবাদের দলপতি মেহেদী হাসান মিরাজের কন্ঠে প্রত্যাশার বাণীই শোনা গেল। এবারের বিশ্বকাপে ইতিহাস গড়তে চান তিনি।

মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আসলে অনূর্ধ্ব-১৯ কখনও ভালো করতে পারেনি সেভাবে। আমাদের চাওয়া থাকবে যে এবার আমরা এমন একটা কিছু করি যেন লোকে অনেকদিন পরও বলে ওই অনূর্ধ্ব-১৯ দলটি এত ভালো করেছ, ওরা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এটাই থাকবে আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘আমরা বাইরের কোনো কথায় ফোকাস দিচ্ছি না। সেরকম কোনো চাপ নেই। মানুষের আশা তো অবশ্যই বেশি। দেশের মাটিতে বিশ্বকাপ, সবাই চায় আমরা ভালো করি। আমাদের পারফরম্যান্সও বলে দিচ্ছে যে আমরা ভালো করছি। সবার আশা থাকবেই। আমাদের সেই আত্মবিশ্বাস আছে।’

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা সম্পর্কে জানি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি বলে হালকা করে নেয়ার কিছু নেই। একটু রিল্যাক্স থাকলেও দুর্ঘটনা ঘটতে পারে। সিরিয়াস থাকতে হবে যে এটিই শেষ ম্যাচ। আগের জয়-হার ভুলে যাব, এই ম্যাচ জিততে চাইব আমরা।’

Tags

Related Articles

Close