ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
বিপিএলে অসন্তুষ্ট পাকিস্তানি খেলোয়াড়রা
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: পর্দা নামার সময় হয়ে এলো জমজমাট বিপিএলের তৃতীয় আসরের। খেলার মাঠে দর্শক যেমন উপভোগ করেছে খেলার উত্তাপ, তেমনি মাঠের বাইরেও বিপিএল ছিলো দর্শকদের আগ্রহের কেন্দ্রে। কিন্তু এতকিছুর পরও সমালোচনা চলছে পাকিস্তানি মিডিয়ায়। জানা গেছে, এবারের বিপিএল নিয়ে ভালো অভিজ্ঞতা হয়নি পাকিস্তানি খেলোয়াড়দের।
বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি খেলোয়াড় অংশ নেয় পাকিস্তান থেকে। এ তালিকায় আছেন মিসবাহ উল হক, কামরান আকমল, ওয়াহাব রিয়াজসহ আরও অনেকেই। তবে তারা খুশি নন নিজ নিজ দলের কোচ- ম্যানেজমেন্টের উপর। আর এমন সংবাদই প্রকাশ করেছে ক্রিকবাজডটকম।
মিসবাহ-উল-হক বলেন, ‘আসলে এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। ম্যানেজমেন্ট ও কোচ জানত তাদের দলের কি প্রয়োজন ছিল। তবে বার বার সাইড বেঞ্চে বসে থাকাটা সহজ নয়।’
বিপিএল নিয়ে কামরান আকমল বলেন, ‘আমি কোচ ও টিম ম্যানেজমেন্টকে বলেছিলাম যে আমি উদ্বোধনী জুটিতে ব্যাট করতে চাই। কিন্তু দুই ম্যাচ পরে আমি তাদের পক্ষ থেকে কোনো যথাযথ সাড়া পাইনি। আমি আসলে বিপিএলে কেবল টাকার জন্য খেলতে যাইনি। নিজেকে প্রমাণ করতেও গিয়েছিলাম।’
ওয়াহাব রিয়াজ মনে করেন, বিপিএলের মাঝপথে দেশে ফিরে এসে র্যাম্পে হাঁটাও ভালো ছিল। তিনি বলেন, ‘অধিকাংশ ম্যাচে এভাবে উপেক্ষিত থাকাটা খুব সহজ নয়। মিসবাহর জন্য এটা আরো বেশি কঠিন ছিল। তবে সে নিজেকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। বিপিএলে খেলার চেয়ে লাহোরে বসে র্যাম্পে হাঁটা দেখাও ভালো ছিল। আসলে এতে আমার সময় নষ্ট হয়েছে।’