বাংলাদেশসর্বশেষ নিউজ

পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন আজ

padma setuনিউজরুমবিডি.কম: দীর্ঘ দিনের প্রত্যাশিত পদ্মা সেতুর মূল কাজ শুরু হচ্ছে আজ শনিবার। আজ মূল পাইলিং কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৭ নম্বর পিলারের মাধ্যমে কাজ শুরু হবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে হেলিকপ্টারে করে জাজিয়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা আড়াইটায় মাওয়ায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।সংশ্লিষ্টসূত্র থেকে জানা গেছে, ২০১১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ইতিমধ্যে মূল সেতুর কাজ শতকরা ১৬ ভাগ এবং সেতুকেন্দ্রিক সামগ্রিক পরিকল্পনার ২৭ ভাগ কাজ শেষ হয়েছে। সব ঠিকঠাক মতো চললে আগামী ২০১৮ সালেই বহুল আকাঙ্ক্ষিত এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে।২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ সহায়তার প্রস্তাব নিয়ে আসে বিশ্বব্যাংক। কিন্তু এক পর্যায়ে এই প্রস্তাব থেকে সরে আসে বিশ্বব্যাংক। প্রমাণ করতে না পারলেও দুর্নীতির অভিযোগ এনে পদ্মা প্রকল্প থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় তারা। অবশেষে আওয়ামী লীগ সরকার নিজেদের অর্থায়নেই পদ্মা সেতু করার দৃঢ় সংকল্প ব্যক্ত করে এবং সে অনুযায়ী কাজ শুরু করে।

Tags

Related Articles

Close