বাংলাদেশসর্বশেষ নিউজ
ফেসবুক খুলে দেওয়ার দাবিতে শাহবাগে মানববন্ধন
ঢাবি প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: ‘ফ্রি ফেসবুক ইন বাংলাদেশ’এই দাবি নিয়ে আজ শুক্রবার শাহবাগে মানববন্ধন করেছেন ফেসবুকের মাধ্যমে ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা।
বাংলাদেশে ফেসবুক খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্থানে- বিভিন্ন ভাবে দাবি জানিয়ে আসছেন অসংখ্য ফেসবুক ব্যবহারকারী। তারই ধারাবাহিকতায় এবার রাজধানী ঢাকায় সমবেত হলেন ফেসবুকের মাধ্যমে ব্যবসার সঙ্গে জড়িত নানা শ্রেণির ব্যবসায়ীরা।
সমবেত ব্যবসায়ীরা বলছেন, এরই মধ্যে তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বইনিউজ.কম নামে একটি পেজ তৈরি করে ফেসবুকের মাধ্যমে বই বিক্রয়কারক ইফতেখার আহমেদ বলেন, আমরা প্রতি মাসে লক্ষাধিক টাকার বই শুধু ফেসবুকের মাধ্যমে বিক্রি করি। এভাবে আর কয়েকদিন বন্ধ থাকলে আমাদের প্রচুর ক্ষতি হবে।
‘সাদাসিধা’ নামে একটি পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনাকারী সাঈদ উজ্জ্বল বলেন, আমার দুজন কর্মচারী আছে যারা ডেলিভারির কাজ করে, বিক্রি একদম বন্ধ। এখন কর্মচারীদের বেতন দেওয়া কষ্ট হচ্ছে। দুই সপ্তাহে ক্ষতি হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।
প্রসঙ্গত, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছে। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। আর এই ফেসবুকে নানা পণ্যের বিক্রির মাধ্যমে ব্যবসায় পরিচালনা করা হয় এমন পেজের সংখ্যা কয়েক হাজার।