বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ সাময়িক বন্ধ করে দিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি সামাজিক যোগাযোগের চারটি মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ সাময়িক বন্ধ করে দিয়েছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ বুধবার দুপুরে এ নির্দেশনা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এ রায়ের পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধের ঘোষণা আসে। এছাড়া সারাদেশে এক ঘণ্টার জন্য বন্ধ ছিল ইন্টারনেট সংযোগও।