আন্তর্জাতিকসর্বশেষ নিউজ

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত ১৫৩, জরুরি অবস্থা জারি: আইএসের দায় স্বীকার

france 1ডেস্কনিউজ, নিউজরুমবিডি.কম: শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ও রাজধানীর আশপাশের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৫৩ জন; আর আহত হয়েছেন শতাধিক। এ হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ  দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন।

জানা যায়, শুক্রবার রাতে কম্বোডিয়ার একটি রেস্টুরেন্টে একটি কালাশনিকভ বন্দুক নিয়ে হামলা চালায় এক দুর্বৃত্ত। এতে কমপক্ষে ১১ জন নিহত হন। আর পূর্ব প্যারিসের বাটাক্লঁ কনসার্ট হলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়। এসময় আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ইগলস অব ডেথ মেটাল নামের একটি ব্যান্ড ওই নাইটক্লাবে সংগীত পরিবেশন করছিল।

আরো জানা গেছে, স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই স্টেডিয়ামে ফ্রান্স ও জার্মানির মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল।

ফ্রান্সের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিস ও এর আশপাশের কমপক্ষে ছয় স্থানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বিভিন্ন রেস্টুরেন্ট, বার ও কনসার্টে এ হামলাগুলো চালানো হয়। হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে, ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে আজ শনিবার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেট (আইএস)। ভিডিওবার্তায় সিরিয়ায় আইএস যোদ্ধাদের লক্ষ্য করে ফ্রান্সের বোমা হামলা বন্ধ না হলে আরো হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জঙ্গিগোষ্ঠীটির বৈদেশিক গণমাধ্যম আল-হায়াত মিডিয়া সেন্টারে প্রকাশিত ভিডিওতে ফ্রান্সে থাকা মুসলমানদেরও হামলা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।

ভিডিওটিতে দাঁড়িওয়ালা একজন আরবি ভাষায় বলেন, ‘বোমা হামলা (আইএসের ওপর) বন্ধ না করা হলে তোমাদের শান্তিতে থাকতে দেব না। পর্যটন থেকে বিপণীবিতান সব জায়গায় ভীতি ছড়িয়ে দেওয়া হবে।’

 

 

Related Articles

Close