খেলাধূলাসর্বশেষ নিউজ

আরেকটি বাংলাওয়াশ! তামিম, ইমরুল, মাহমুদুল্লাহ’র পর অবদান রাখলেন মুস্তাফিজ

BAN-ZIMক্রীড়াপ্রতিবেদক,নিউজরুমবিডি.কম: মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬১ রানের জয়ে আরেকটি বাংলাওয়াশ উপহার দিলো টাইগাররা। জয়ের জন্য ২৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবক’টি উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করতে সমর্থ হয় সফরকারী জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ইনিংসের দ্বিতীয় বলেই চিবাবার মিডল স্টাম্প উপড়ে দেন মুস্তাফিজ।  এরপর নিজের চতুর্থ ওভারে এসে  ফেরান আরেক ওপেনার রেগিস চাকাভাকে।

ইনিংসের নবম ওভারে বল করতে আসা নাসির নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই দলকে সফলতা এনে দেন। ২১ রান করা ক্রেইগ আরভিনকে এলবিডব্লিউ করেন তিনি। আর চতুর্থ উইকেট জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগাম্বুরা। তাকে আউট করেন লেগ স্পিনার সাব্বির রহমান।

ম্যালকম ওয়ালারকে নিয়ে আরেকটি বড় জুটি বাংলাদেশের জয়ে চোখ রাঙাতে শুরু করলে দলীয় ১৮৬ রানে ওয়ালারকে (৩২) ফিরিয়ে ৫৯ রানের জুটি ভাঙেন আল-আমিন। কাভারে দারুণ এক ক্যাচ নেন নাসির। এর পরের ওভারেই উইলিয়ামসকে বিদায় করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক মাশরাফি। সাব্বিরের হাতে ধরা পড়েন উইলিয়ামস (৬৪)।

এরপর আর জিম্বাবুয়ের কেউ ব্যাটিং এ দাঁড়াতে পারেননি। খুব দ্রুতই পরবর্তী উইকেটগুলো তুলে নেন মুস্তাফিজ। ব্যক্তিগত তৃতীয় বারের মতো মুস্তাফিজ তুলে নেন ৫ উইকেট। আর শেষ আঁচড়টা দেন আরাফাত সানি।

টাইগার বোলাররা বোলিং এ ভালো অবদান রাখলে ফিল্ডারদের অবদান কম নয়। বিশেষ করে সাব্বির রহমানের একটি অসাধারণ ক্যাচ দর্শকদের মন জয় করে নিয়েছে। আর নাসির বরাবরের মতোই ভালো অবদান রেখেছেন আজকে

এর আগে তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহর অর্ধশতকে ৯ উইকেটে ২৭৬ রান করে টাইগাররা।

শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলপতির সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে সামান্যও কার্পণ্য করেননি উদ্বোধক ব্যাটসম্যান তামিম ও ইমরুল। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটসম্যান এনে দেন ১৪৭ রান।

তামিম ও ইমরুল দুজনেই সংগ্রহ করেন ৭৩ রান করে। মাহমুদুল্লাহ অবদান রাখেন ৫২ রানের এক অনবদ্য ইনিংস খেলে। মুশফিকুরের ২৮ রানও যথেষ্ট অবদান রাখে বাংলাদেশ দলের ভালো সংগ্রহের পিছনে। প্রথম দুই ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস এদিনও সুযোগ পেয়ে বড় ইনিংস খেলতে পারেননি। তিনি আউট হন ১৭ রান করে। শেষের দিকে মাশরাফি ও মাহমুদউল্লাহ মিলে ২৪ বলে ৩৭ রানের জুটিতে ভালো একটা পুজিঁ এনে দেন। মাশরাফি করেন ১১ বলে ১৬ রান।

জিম্বাবুয়ের পক্ষে লুক জংউই ও গ্রায়েম ক্রেমার ২টি করে উইকেট নেন।

আজকের ম্যাচে উল্লেখযোগ্য অবদান রাখায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। আর ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।

Related Articles

Close