বাংলাদেশসর্বশেষ নিউজ

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল মঙ্গলবার টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

দশম সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য লতিফ সিদ্দিকী গত ১ সেপ্টেম্বর পদত্যাগ করায় আসনটি শূন্য হওয়ায় এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর গত ১৬ অক্টোবর শুক্রবার এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

১৮ অক্টোবর বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। এ খারিজাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।

 

Related Articles

Close