ক্যাম্পাসজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত
তারেক জাহিদ, ঝিনাইদহঃ ঝিনাইদহে বীরশ্রেষ্ট শহীদ সিপাহি হামিদুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। দিবসটি উপলক্ষে ঝিনাইদহে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাক্তণ সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ প্রাক্তণ সৈনিক কল্যাণ সংস্থা জেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার শাহীনুর রহমান কাজল, সাধারন সম্পাদক সার্জেন্ট রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা, শহরের একটি গুরুত্বপুর্ণ সড়ক বীরশ্রেষ্ট শহীদ সিপাহি হামিদুর রহমানের নামে নাম করণের দাবি জানান। এদিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মুস্তাফিজুর রহমান জানান, ২৮ অক্টোবর সকালে তদের পারিবারিক ভাবে ৪ টি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজের পক্ষ থেকেও মিলাদ ও দোয়ার অয়োজন করা হয়।
এদিকে ঝিনাইদহের বিতার্কিকদের সংগঠন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিতর্ক পর্ষদের (বীহারবিপ) আয়োজনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সোহেল রানা’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু, শিক্ষক আলমগীর হোসেন, নাজমুল আলম রিগান ও জাহান লিমন। মডারেটরের দায়িত্ব পালন করেন সরকারি কেসি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহেদী হাসান মুন্না। বিতর্কের বিষয় ছিলো “আইনের শাসন নয়, সামাজিক মূল্যবোধই পারে যৌন সন্ত্রাস রুখতে”। বিষয়ের পক্ষদলে ছিলেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিতর্ক পর্ষদ ও বিপক্ষে অবস্থান ছিলো ঝিনাইদহ প্রথম আলো বন্ধুসভা। প্রীতি বিতর্কে বিজয়ী হয় বিপক্ষদল প্রথম আলো বন্ধুসভা। শ্রেষ্ঠ বক্তা হয় বিজয়ীদলের প্রথম বক্তা উম্মে ফারিহা প্রভা। বিতর্ক শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় মসজিদের ঈমাম জুলকার নাইন। অনুষ্ঠান পরিচালনা করেন বীহারবিপ এর সাধারণ সম্পাদক আল ইমরান।