আন্তর্জাতিকক্রিকেটক্রিকেটখেলাধূলাজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

অবশেষে আইপিএল খেলছেন সাকিব

48da592ad2e733225b7ccdb6113925c2

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট। তবে এই বিশ্বকাপের আগে বসছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই আসরে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও অংশ নিচ্ছে। তবে বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট থাকার জন্য সাকিবকে আইপিএলে কম চাপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আঙুলে চোটের কারণে এখন পুনর্বাসনে রয়েছেন সাকিব। তবে তিনি আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস এ ব্যাপারে বলেন, ‘আইপিএলে অংশগ্রহণে সাকিবকে বাধা দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ যখন একজন খেলোয়াড় সম্পূর্ণ সুস্থ থাকবে, তখন সে যেকোনো খেলাতেই অংশ নিতে পারবে। তবে তাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন ইনজুরির কবলে না পড়ে। আমরা এরিই মধ্যে তাকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছি।’

গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে আঙুলের চোটে আক্রান্ত হন সাকিব। যে কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি এই বাঁহাতি অলরাউন্ডার। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘সাকিব সুস্থ হয়ে উঠছে। তবে এখনো তাকে ১০ দিনের বিশ্রামে রাখা হয়েছে। সঠিক সময়ের মধ্যে যদি সে পরিপূর্ণ সুস্থতা ফিরে পেত তাহলে তাকে নিয়ে ভাবা যেত। তবে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণের সুযোগ নেই।’

আসন্ন বিশ্বকাপে যেন কোনো প্রভাব না পড়ে তাই সাকিবকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘সাকিবের ইনজুরির বিষয়ে আমরা বেশ সতর্ক রয়েছি। যে কারণে আমরা তাকে বলেছি কোনো চাপ নিয়ে না খেলতে। সেটি আইপিএল হোক কিংবা অন্য কোনো টুর্নামেন্ট। কারণ আমাদের প্রধান লক্ষ্য তাকে বিশ্বকাপে পাওয়া।’

Related Articles

Close