ক্রিকেটক্রিকেটখেলাধূলাবাংলাদেশসর্বশেষ নিউজ

অনন্য মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি

জেড.আই জহিরঃ প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি বিন মুর্তজা।

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হয়েছিল মাশরাফির। এই ১৭ বছরে এ পর্যন্ত ১৯৯টি ওয়ানডে ম্যাচ খেলে ২৫২টি উইকেট নিয়েছেন তিনি। আর ব্যাট হাতে নিজের নামের পাশে ১ হাজার ৭২২টি রান যোগ করেছেন তিনি।

অবশ্য বাংলাদেশের জার্সি গায়ে ২০০ ওয়ানডের মাইলফলক ছুঁতে অপেক্ষা করতে হবে এই সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত।

কারণ, মাশরাফি ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সে কারণে তার ক্যারিয়ারের মোট ওয়ানডে ১৯৯টি। আর বাংলাদেশের জার্সি গায়ে তার মোট ওয়ানডে ১৯৭টি।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি খেলতে পারলে লাল-সবুজের জার্সি গায়েও তিনি ছুঁয়ে ফেলবেন ২০০ ওয়ানডে খেলার মাইলফলক।

Tags

Related Articles

Close