বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

dorjog tanটাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: ‘দুর্যোগে পাবোনা ভয়, দুর্যোগকে আমরা করবো জয়’ এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদের সামনে থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপির নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান ও মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ।

অন্যদিকে সখীপুরে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, ইউএনও এসএম রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, শিক্ষাকর্মকর্তা মফিজুল ইসলাম, কৃষিকর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়া, মৎস কর্মকর্তা কামরুল ইসলাম, সখীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মিনহাজুল হক প্রমুখ এম সাইফুল ইসলাম শাফলু।

Related Articles

Close