সর্বশেষ নিউজ

বুধবার দেশ ছাড়ছেন মাশরাফি

জেড.আই জহির, নিউজরুমবিডি.কম:  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  হোম সিরিজ শেষ হয়েছে মাত্র। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই সপ্তাহের ছুটি দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়দের। এই ছুটিতা বেশ আমেজেই কাটাচ্ছেন মুশফিক-সাকিব-মুস্তাফিজরা। কেউ দেশের মধ্যেই সময় কাটাচ্ছেন কেউ কেউ আবার বিদেশে পাড়ি জমাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন। তবে ঘুরতে বা আড্ডা দিতে নয়, ছেলে সোহেলকে ডাক্তার দেখাতে। ছেলে সাহেলের অসুস্থতা নিয়ে অনেক দিন ধরেই অনেক চিন্তিত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি।

গত বিশ্বকাপের সময় থেকেই অসুস্থ টাইগার দলপতির ছেলে সোহেল। এমতাবস্থায় দেশে ফিরে আসতে চেয়েছিলেন মাশরাফি, কিন্তু দলের ও দেশের কথা চিন্তা করে টুর্নামেন্ট শেষ করেই দেশে ফেরেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। পরে সোহেল সুস্থ হয়ে উঠলে কিছুটা নিরাশার ছাপ চলে যায় মাশরাফির মন থেকে, সোহেল এখনও মোটামুটি সুস্থ আছেন। তবে বাবার মন বলে কথা, তাই ছেলে সোহেলকে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছেন মাশরাফি।

ছেলেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যাপারে মাশরাফি জানান, “আল্লাহর দোয়ায় সোহেল সুস্থ আছে, সিরিয়াস কিছু হয়নি। তারপরও মনে একটু ভয় কাজ করছে আমার। তাই তাকে (সোহেল) ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। বাবার মন বলে কথা -অন্ততঃপক্ষে মনের শান্তি আনতে চাই।”

আগামীকাল বুধবার ছেলেকে সাথে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তবে সামনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প থাকার কারণে দেশে ফিরে আসবেন শিগগিরই। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা আছে আগামী ২২শে আগস্ট থেকে।

এদিকে মাশরাফির মা পবিত্র হজ্ব পালন করতে যাবেন। সে কারণেও ফেরার বেশ তাড়া নিয়ে যাবেন মাশরাফি।

Related Articles

Close