ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ
বীরগঞ্জে স্কুল মাঠ পরিস্কার করা নিয়ে ৩ জন ছাত্রকে পিটিয়ে আহত করেছে শিক্ষক
শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে গত বুধবার এক শিক্ষক স্কুল মাঠ পরিস্কার করা নিয়ে ৩ জন ছাত্রকে বেদম পিটিয়েছে, আহত ছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার সুজালপুর ইউনিয়নের মুড়িয়ালা গ্রামের রশিদুল ইসলামের ছেলে জগদল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নাহিদ হাসান (১২) জগদল গ্রামের বাবুল ইসলামের ছেলে ৯ম শ্রেণীর ছাত্র মাসুদ রানা (১৫) ও জ্যোতিশ চন্দ্র রায়ের ছেলে ৯ম শ্রেণীর ছাত্র সাগর চন্দ্র রায় (১৫)কে স্কুল মাঠ পরিস্কার করার জন্য শরীরচর্চা শিক্ষক জনক চন্দ্র রায় উলেখিত ৩ ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ছাত্রদের চিৎকারে এলাকাবাসী ও অভিভাবকেরা ছুটে এসে আহতদের ছাত্রদের উদ্ধার করে কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা নির্বাহী অফিসার আলম হোসেন জানান, বিষয়টি আমি জেনেছি, মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য নিদের্শ দিয়েছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন ও প্রধান শিক্ষক এমদাদুল হক সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য জরুরী সভা আহবান করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত উল্লেখিত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।