জাতীয়বাংলাদেশ

ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি’র সভাপতি সরোয়ার- সাধারণ সম্পাদক শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি’র দুই বছরের মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সাভারের হেমায়েতপুর লাজ কনভেনশন হল ও হলিডে হোমস্ এ এক আড়ম্বরপূর্ণ মিলনমেলা অনুষ্ঠানে সরোয়ার পারভেজকে সভাপতি ও শাহরিয়ার রিপনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন, ঢাকাস্থ সখিপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, ডেসকো’র পরিচালনা পর্ষদ সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, বাংলাদেশ আনসারের পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার সালেহ মোহাম্মদ জাকারিয়া, এম এন্ড এম ডাইং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. আল মামুন, পুলিশ পরিদর্শক নাজমুল হাসান রুবেল, সখীপুর প্রেসকøাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফসহ সাংবাদিকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।

ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি’র বার্ষিক মিলনমেলার দিনব্যাপী আয়োজনের শেষদিকে অতিথিদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য কার্যকরী পরিষদের এ আংশিক কমিটি ঘোষণা করেন ঢাকাস্থ সখীপুর উপজেলা সমিতি’র সাধারণ সম্পাদক ও কমিটি গঠন বিষয়ক জুরি বোর্ডের আহবায়ক আজহারুল ইসলাম। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহসভাপতি মোশারফ হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসনাত, আহমেদ কামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. শহীদুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল হাসান রিয়ন এবং কার্যকরী সদস্য মো. মনিরুজ্জামান মনির ও বিল্লাল হোসেন বিপ্লব এর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি’র সদ্যসাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনির ও সঞ্চালনায় ছিলেন সদ্যসাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বিপ্লব। এতে ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য, সম্মানিত পরিষদ সদস্য, কার্যকরী পরিষদের সদস্যসহ শতশত শুভানুধ্যায়ী অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের শেষ অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আড়ৎ ডেইরী চ্যানেল আই বাংলার গান-২০১৬ চ্যাম্পিয়ন জনপ্রিয় ফোক শিল্পী শারমিন আক্তার। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন মোজাম্মেল হক সজল, শাহিদা আমিন প্রমুখ।

Related Articles

Close