অন্যান্যবাংলাদেশ

ব্যবহারের অনুপযোগী নাগরপুর উপজেলার গয়হাটা – সলিমাবাদের রাস্তা

নাগরপুর প্রতিনিধি : নাগরপুর উপজেলার গয়হাটা – সলিমাবাদের রাস্তা। এই রাস্তায় প্রতিদিন হাজারো লোকের যাতায়াত থাকলেও রাস্তাটির কোনো উন্নয়ন নেই এবং বলা চলে সবচাইতে অবহেলিত এই রাস্তা। স্বাধীনতা পরবর্তী সময় নাগরপুর আসনে বেশ এ পর্যন্ত যে ক’জন সাংসদ নির্বাচিত হয়েছেন প্রত্যেকে তাদের পূর্ণমেয়াদকালে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঠিকঠাকমতো করলেও নাগরপুরের উন্নয়নে যে তাদের মনযোগ ছিলোনা এই মুমূর্ষু, জরাজীর্ণ রাস্তাই তার প্রমান ।

গয়হাটা – সলিমাবাদ রাস্তার দূরবস্থা

 

গয়হাটা থেকে সলিমাবাদ ৫ কিলোমিটারের পথ হলেও এই পথের এতই দূরবস্থা যে তা চলাচলের অযোগ্য। ফলাফল হিসেবে সলিমাবাদ থেকে গয়হাটা আসতে হয় নাগরপুর হয়ে ১৬ কিলোমিটারের দীর্ঘ  পথ ঘুরে। সারা দেশে যেখানে উন্নয়নের জোয়ার বইছে কিন্তু উন্নয়নের ছোয়া থেকে তারা দূরে আছে।

Image may contain: outdoor and nature

জনসাধারণর সাথে কথা হলে তারা সাংবাদিকদের জানায় তাদের দাবী শুধু রাস্তাটা মেরামত করে তাদের এই কষ্ট থেকে মুক্তি ও এমন একজন ব্যক্তিকে এই চেয়ারে দরকার যে জনগনকে আলোর পথ দেখাবে রাস্তা ঘাটের উন্নয়ন করবে ।রাস্তাটা মেরামত করে জনগনকে  দূর্ভোগ থেকে মুক্তি আহবান করা হচ্ছে।

Tags

Related Articles

Close