অর্থনীতিজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহ বিআরটিএ’র ১০ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আয়

jhinaidah মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঝিনাইদহ গত অর্থ বছরে ১০ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আয় করেছে। ঝিনাইদহ বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার বুধবার সাংবাদকদের এই তথ্য জানান। তিনি বলেন, ২০১৭ সালে মিসিলেন্স খাতে সর্বো”চ টাকার রাজস্ব এসেছে। মিসিলেন্স খাতে ৪ কোটি ৩৮ লাখ ৫৯ টাকা আয় হয়েছে। এরপর দ্বিতীয় সর্বো”চ টাকা এসেছে রেজিষ্ট্রেশন থেকে। এ খাতে আয় হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা। গত বছর ৫ হাজার ২৪০টি যানবাহনকে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়। বিলাস সরকার জানান, এ সময় ৫ হাজার ৩৭টি যানবাহনের ট্যাক্স টোকেন বাবাদ ১ কোটি ৪৩ লাখ আয় হয়েছে। এছাড়া লার্নার খাতে ২১ লাখ, রুট পারমিট বাবদ ২৫ লাখ ২৫ হাজার ও ফিটনেস থেকে সাড়ে ৪০ লাখ টাকা আয় হয়েছে। তিনি বলেন, বিআরটিএর ২৭টি খাত থেকে সর্বমোট ১০ কোটি ৩০ লাখ ২৫ হাজার ৩০ টাকার রাজস্ব আয় হয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগের রেজিষ্ট্রেশন বিরোধী অভিযানের প্রেক্ষিতে রাজস্ব আয় দিনকে দিন বৃদ্ধি পা”েছ বলেও দপ্তর সুত্রে বলা হয়েছে।

Related Articles

Close