ক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ

সুস্থ্যতা কামনায় মমতা, টেন্ডুলকারের টুইট

নিউজরুমবিডি: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও ক্রিকেট দুনিয়ার তুমুল জনপ্রিয় মুখ ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে। আজ (২ জানুয়ারি) বুকে ব্যথা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে দায়িত্বরত চিকিৎসকগণ এ কথা বলেন। জানা গেছে, সৌরভের এনজিওগ্রাম করা হয়েছে। এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ সকালে জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ গাাঙ্গুলি। এরপর মাথা ঘুরে পড়ে যান তিনি। তার আগে বুকে ব্যথা হচ্ছিল তার।

এ বিষয়ে সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘ওর হৃদযন্ত্রে সমস্যা আছে। তবে সৌরভ স্থিতিশীল।’

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘জেনে খারাপ লাগছে, মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। তার দ্রুত আরোগ্য কামনা করছি।

অপরদিকে, সৌরভ গাঙ্গুলির সতীর্থ খেলোয়াড় শচীন টেন্ডুলকার এক টুইটে লেখেন, ‘মাত্রই জানতে পারলাম সৌরভের অসুস্থতার কথা। তাড়াতাড়ি সেরে ওঠো। আশা করছি আগামী কয়েকদিনেই তুমি একদম সুস্থ হয়ে উঠবে।’

Related Articles

Close