ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

পিএসএলের রোল অব অনার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মত শিরোপা নিজেদের ঘরে তুলেছে করাচি কিংস। একইসাথে পিএসএল পেলো নতুন চ্যাম্পিয়ন। মঙ্গলবার করাচি’র ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে লাহোর কালান্দার্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিক করাচি কিংস।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে লাহোর কালান্দার্স। জবাবে ওপেনার ব্যাটসম্যান বাবর আজমের অপরাজিত ৬৩ রানের উপর ভর করে ১৮.৪ ওভারেই জয়ের নোঙর তোলে করাচি কিংস।

৫ম আসরের ফাইনাল ম্যাচ শুরুর আগেই জানা গিয়েছিল নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে পিএসএল। কেননা আগের চার আসরের একবারও চ্যাম্পিয়ন তো দূরের কথা ফাইনালেও উঠতে পারেনি লাহোর কালান্দার্স কিংবা করাচি কিংস।

এ নিয়ে পিএসএলের শিরোপার স্বাদ পেল ৪ দল। এর মধ্যে সবচেয়ে বেশি ২ বার শিরোপা ঘরে তুলেছে ইসলামাবাদ ইউনাইটেড। পেশাওয়ার জালমি, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংস একবার করে শিরোপার স্বাদ নিয়েছে।

২০১৬ সালে পিএসএলের প্রথম আসরে শিরোপা জিতে ইসলামাবাদ ইউনাইটেড। দ্বিতীয় আসরে শিরোপার স্বাদ নেয় পেশাওয়ার জালমি। তৃতীয় আসরে এসে আবারও চ্যাম্পিয়ন হয় ইসলামাবাদ ইউনাইটেড। আর চতুর্থ আসরে এসে শিরোপার স্বাদ পায় প্রথম ‍দুই আসরের রানার-আপ কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।

এক নজরে পিএসএলের রোল অব অনার :

সাল                           চ্যাম্পিয়ন                                        রানার্স আপ
২০১৬                  ইসলামাবাদ ইউনাইটেড          কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স
২০১৭                   পেশাওয়ার জালমি                     কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স
২০১৮                  ইসলামাবাদ ইউনাইটেড          পেশাওয়ার জালমি
২০১৯                  কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স                পেশাওয়ার জালমি
২০২০                     করাচি কিংস                                লাহোর কালান্দার্স

Tags

Related Articles

Close