আন্তর্জাতিকক্রিকেটক্রিকেটখেলাধূলাজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

অনুশীলনে ফিরেই ইনজুরিতে তামিম

আপাতত গুরুতর কিছু মনে হচ্ছে না: প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু

নিউজরুমবিডি স্পোর্টস : অনিশ্চয়তা মাথায় নিয়েও শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলন শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে দুঃসংবাদ আসলো টাইগার শিবির থেকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল।

নিজের ইনজুরি নিয়ে গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ দলের ফিজিওথেরাপিস্ট জুলিয়ান ক্যালেফাতোর সাথে আলোচনা করেন তামিম। ধারণা করা হচ্ছে, স্ট্রেইনের সমস্যা হয়তো খুব বেশি ভোগাবে না এই ওপেনারকে। তবে সবকিছু জানতে আরও একদিন সময় লাগবে, এমনটাই জানালেন প্রধান নির্বাচক।

গণমাধ্যমকে নান্নু বলেন, ‘তামিম সামান্য স্ট্রেইনের ইনজুরিতে ভুগছে। এটা গরমের কারণেই হতে পারে। এখনই কিছু বলা যাচ্ছে না। আরও একদিন অপেক্ষা করতে হবে। তারপর জানা যাবে। গুরুতর কিছু মনে হলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। তবে আপাতত মনে হচ্ছে এটা তেমন কিছু না।’

আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ দলের। সে অনুযায়ীই সবকিছু চলছিল। কিন্তু হঠাৎ করেই কোয়ারেন্টাইন ইস্যুতে কঠোর শর্ত জুড়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। তাই বিসিবি থেকেও সফরে যেতে অপারগতা জানানো হয়। অন্যদিকে লঙ্কান ক্রীড়া মন্ত্রী চাচ্ছেন তিন ম্যাচের টেস্ট সিরিজটি যথাসময়েই মাঠে গড়াক। তাই এসএলসিকে কিছু শর্ত কমানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Related Articles

Close