ক্যাম্পাসজাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
গভীর রাতে ঢাবির ছাত্রী হলে বিক্ষোভ
নিউজ্রুমবিডি.কম: কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার পরিপ্রেক্ষিতে নিরাপদ ক্যাম্পাস চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া ও শামসুন্নাহার হলে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।
বুধবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভ শুরু হয়। এসময় কোটা সংস্কারে আন্দোলনরত ছাত্রীসহ শিক্ষার্থীদের ওপর হামলা, নেতাদের গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদ জানানো হয়। রাত ১২টার পর বিক্ষোভ শেষ করেন তারা।
বিক্ষোভরত ছাত্রীরা বলেন, কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক দাবি। কিন্তু এ যৌক্তিক দাবিকে দমানোর জন্য ছাত্রলীগ হামলা করে, নারীদের নিপীড়ন করে। আমরা আটকদের মুক্তি চাই।
বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ রাশেদ ভাই রিমান্ডে কেন? আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, অবিলম্বে প্রজ্ঞাপন চাই বলে তারা স্লোগান দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণাকে ঘিরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে পরদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তারা।
উল্লেক্ষ্য, গত ২ জুলাই কোটা সংস্কার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়।