ছড়া/ কবিতাসাহিত্য
নীরব এক বেঁচে থাকা
নীরব এক বেঁচে থাকা
কবি:স.আ.স. দরিদ্র
শুকনো বালিতেও রয়ে গেছে প্রাণ, শূন্যে চলা
জলন্ত নক্ষত্রও রয়ে গেছে নীরব।
বেঁচে আছে এক নীরবতা প্রতিটি জ্বলন্ত স্বপ্নে
শেষ কবে উৎসবে জেগেছিলো নীরব সে স্বপ্ন,
তুমি আর আমিতে যা ছড়িয়ে ছিলাম নিভৃতে।
এ নীরবতার মৃত্যু নেই, আছে যৌবনে ফেরার গান,
সবাই উৎসবে আছে, নীরব শুধু এ পৃথিবী।