ক্যাম্পাসজাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
জাককানইবি’তে বঙ্গমাতার জন্মদিন পালন
জাককানইবি প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় জাককানইবি শাখা ছাত্রলীগের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। যিনি ছিলেন বঙ্গবন্ধুর জীবনের রেণু। বাঙালি জাতির যুগসন্ধিক্ষণের মহানায়ক বঙ্গবন্ধুর জীবন-মরণের সঙ্গী ছিলেন মহীয়সী এই নারী। বাংলাদেশের রাজনীতিতে এক প্রেরণাদায়িনী মহীয়সী।
আজ সেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মদিন।১৯৩০ সালের ৮ আগস্ট এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে শেখ বংশে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা।
মাত্র তিন বছর বয়সে বাবা ও পাঁচ বছর বয়সে মা’কে হারান। বাবার নাম শেখ জহুরুল হক এবং মা’র নাম হোসনে আরা বেগম। বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। দাদার চাচাতো ভাই শেখ লুৎফর রহমানের ছেলে শেখ মুজিবুর রহমানের সঙ্গে ১৯৩৮ সালে রেণুর বিয়ে হয়। তখন থেকে বঙ্গবন্ধুর মা সায়েরা খাতুন তাকে নিজের সন্তানদের মতো মাতৃস্নেহে লালন-পালন করেন।ছাত্ররাজনীতি করতে গিয়ে যখনই বঙ্গবন্ধুর অতিরিক্ত অর্থের দরকার হতো তখনো পিতৃ সম্পত্তি থেকে অর্জিত অর্থ বিনা দ্বিধায় প্রেরণ করতেন বঙ্গমাতা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম,প্রক্টর জাহিদুল কবীর,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিবুল হাসান রনি,দোলন চাপা হলের সাবেক সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার জুই প্রমুখ।