ক্যাম্পাসবাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

শিবির সন্দেহে রাবির ৩ শিক্ষার্থীকে পুলিশে দিলো ছাত্রলীগ

রাবি প্রতিনিধি: শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগেরনেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফারহাদ, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সফিকুল ও হিসাববিজ্ঞান বিভাগের শুভ। এরা তিনজনই তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন দুপুরে ফাইন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বসে আড্ডা দিচ্ছিলো। এ সময় আটককৃত ওই তিন শিক্ষার্থী এসে তাদের নাম ও ফোন নম্বর লিখে নিতে থাকে। বিষয়টি দেখে পাশেই থাকা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সন্দেহ হলে তারা এসে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। তাদের ফোনে শিবিরের কার্যক্রম নিয়ে কিছু তথ্যও পাওয়া যায় বলে ছাত্রলীগ নেতাকর্মীরা দাবি করেন। এরপর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গিয়ে ওই তিনজনকে পুলিশের হাতে তুলে দেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আটককৃত তিনজনের কাছে শিবিরের সদস্য ফরম এবং তাদের মোবাইল ফোনে শিবির নেতা ইয়াহিয়ার ছবি ও বক্তব্যের ভিডিও পাওয়া গেছে। তাই আমরা শিবির সন্দেহে তাদেরকে পুলিশে সোপর্দ করেছি।

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Related Articles

Close