ক্রিকেটক্রিকেটখেলাধূলা

ক্রিকেটে প্রথমবার হেলমেট পড়ে আম্পিয়ারিং

Jhon Devid Birdজেড.আই জহিরঃ আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ক্যানাবেরা নতুন এক ইতিহাসের জন্ম দিলেন। ভারত বনাম স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ৪র্থ ওয়ানডেতে মাঠ আম্পিয়ার আবির্ভাব হলেন হেলমেট পড়ে। ক্রিকেটে প্রথমবারের ন্যায় অন্যরকম ইতিহাস সৃষ্টি করলেন অস্ট্রেলিয়ান আম্পিয়ার জন ডেভিড বার্ড।

নিজের ব্যক্তিগত ৬ষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আম্পিয়ারিং করতে নেমে প্রথমবার হেলমেট পড়ে মাঠে নামলেন জন ডেভিড। কিন্তু তার বিপরীত প্রান্তের আম্পিয়ার ইংল্যান্ডের জোন কাটারবার্গ ছিলেন সেই পুরাতন পোশাকেই। ডেভিড বার্ড আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হেলমেট পরিহিত প্রথম আম্পিয়ার বনে গেলেন।

৫৩ বছর বর্ষীয় জন ডেভিড বার্ড গতবছর ভারতীয় ঘরোয়া রঞ্জি ট্রফিতে ব্যাটসম্যানের বলের আঘাতে আহত হয়েছিলেন। যার কারণে উনাকে তৎক্ষনাৎ হাসপাতালে ভর্তি করানো হয়। উল্লেখ্য চলতি মাসে অস্ট্রেলিয়ান টি-টুয়েন্টি ক্রিকেট লিগে (বিগ ব্যাশ) পুনরায় আম্পিয়ারিং করেন। সেখানেই তিনি প্রথমবারের ন্যায় ৬টি ম্যাচে হেলমেট পড়ে আম্পিয়ারিং করেন।

Tags

Related Articles

Close