মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার তিনজন, গোপালপুর উপজেলার চারজন, মির্জাপুর উপজেলা তিনজন, মধুপুর উপজেলার একজন, কালিহাতী উপজেলার একজন ও দেলদুয়ার উপজেলায় একজন রয়েছেন । এ নিয়ে টাঙ্গাইলে ডাক্তার, পুলিশসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৬ জনে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৭৬জন সুস্থ্য হয়েছে। সর্বমোট ৬জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে ২১০৭ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এবং ৪৭১জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে।
তিনি আরো জনান, জেলার ১২টি উপজেলায়ই করোনায় আক্রান্ত হয়েছে। মির্জাপুর উপজেলায় ৫০জন, ভূঞাপুরে ১২জন, সখীপুরে ১১জন, দেলদুয়ারে ২৬জন, নাগরপুরে ৩০জন, গোপালপুরে ১৭জন, ধনবাড়ীতে ১৭জন, সদর উপজেলায় ৩৬জন, কালিহাতী ২৬জন, ঘাটাইলে ১৭জন, মধুপুরে ২১জন ও বাসাইল উপজেলায় ৩জনসহ সর্বমোট ২৬৬জন
টাঙ্গাইল জেনারেল হাসাপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ১৬জন ভর্তি হয়। তাদের মধ্যে ১৪জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দুই জন চিকিৎসাধীন রয়েছে।